সাম্প্রতিককর্ম কান্ডঃ তথ্য প্রদানকারী কর্মকর্তা:প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রটি জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর আওতায় সমাজ কল্যান মন্ত্রনালয়ের অধীনে অবস্থিত।
সংক্ষিপ্ত বিবরণ ঃ শেরপুর জেলায় ২০১২ সালে অফিসটি প্রতিষ্ঠা হয়। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রটি শেরপুর জেলার ৫টি উপজেলার অসহায় প্রতিবন্ধী ও ঝুঁকিতে থাকা প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পূর্ণ বিনা মূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা সেবা প্রদান করে এবং বরাদ্দ প্রাপ্তী সাপেক্ষে বিভিন্ন ধরনের সহায়ক উপকরন বিতরন করে থাকে। আমরা স্বাভাবিক ভাবে চলার পথে যদি কোন প্রতিবন্ধকতার স্বীকার হই তখন তাকে প্রতিবন্ধী বলে এবং Nerve,musscle,Bone,এর সংশ্লিষ্ট-pain patient দের ঝুঁকিতে থাকা প্রতিবন্ধী বলে । যেমন ব্যাক পেইন, হাঁটুব্যাথা, ঘাড়ে ব্যাথা, হাড় ক্ষয়, মাংসপেশীতে ব্যাথা, ইনজুরি ইত্যাদি। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র হতে শেরপুর জেলার ৫টি উপজেলার অসহায় প্রতিবন্ধী ও ঝুঁকিতে থাকা প্রতিবন্ধী মানুষের সম্পূর্ন বিনামূল্যে যে সকল সেবা প্রদান করা হয়ঃ প্রতিবন্ধীতার ধরণ নির্ণয়, অটিজম বিষয়ক সেবা , ফিজিওথেরাপি ,শ্রবণ, দৃষ্টি ও ভাষা শিখন সেবা ,অকুপেশনাল থেরাপি, কাউন্সেলিং, সহায়ক উপকরণ বিতরণ , সচেতনতা কার্যক্রম, পক্ষাঘাতগ্রস্থদের সেবা প্রদান।বাত-ব্যাথা,স্ট্রোক,প্যারালাইসিস,সেরিব্রালপাসি কোমরের ব্যাথা,ঘাড়ে ব্যাথা,হাঁটু ব্যাথা, মাংসপেশী ব্যাথা,পঙ্গু, পথাঘাতগ্রস্থ, গুলেন- ডাউনসিন্ড্রোম (জি.বি.এস) ম্যায়োপ্যাথি, পলিনিউরোপ্যাথি,ডায়াবেটিক নিউরোপ্যাথি,মটর নিউরণ ডিজিজ ,জোড়া সমূহ শক্ত হয়ে যাওয়া, আথ্রাইটিস(অস্থি সমূহফুলে যাওয়া, ব্যাথা হওয়া) ইত্যাদি রোগের চিকিৎসা প্রদান, কথা বলতে অক্ষম ও লালা ঝরে এমন শিশুদের স্পীচ এ্যন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি প্রদান। অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিজেবিলিটি কর্ণারের মাধ্যমে চিকিৎসা প্রদান।কানের শ্রবণ ক্ষমতা পরীক্ষা করা হয়। চোখের দৃষ্টি শক্তি পরীক্ষা করা হয়। বিভিন্ন ধরনের চলাচল সহায়ক উপকরণ যেমন হুইল চেয়ার,্ক্রাচ,সাদাছড়ি ইত্যাদি বিনামূল্যে বিতরণ করা হয়। ভ্রাম্যমান থেরাপী ভ্যানের মাধ্যমে শেরপুর জেলার ৫টি উপজেলায় বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা সেবা প্রদান।এযাবৎ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র হতে সেবাগ্রহণ কারীর সংখ্যা- ১,১,৫৮০জন্য। চিকিৎসা সেবা নিতে হলে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ভোটার আইডি/জন্ম নিবন্ধন এর ফটোকপি মোবাইল নম্বর- নিয়ে আসতে হবে। সহায়ক উপকরন নিতে হলে নির্ধারিত ফর্মে প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তার বরাবর আবেদন করতে হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS