Wellcome to National Portal
Main Comtent Skiped

Vision & Mission

ভিশন: বাংলাদেশে সকল ধরণের প্রতিবন্ধী ব্যক্তিদের  জীবনমান উন্নয়ন ও তাদের স্বার্থ  সুরক্ষা ।

মিশনঃ  আন্তর্জাতিক উদ্যোগ ও সেবা  মানের আলোকে এবং জাতিসংঘ ঘোষিত টঘঈজচউ এর আলোকে বাংলাদেশের সকল ধরণের  প্রতিবন্ধী জনগোষ্ঠীর সমমর্যাদা , অধিকার ,পূর্ণ অংশগ্রহণ এবং একাভূত সমাজ  ব্যবস্থা নিশ্চিতকরণ । প্রতিবন্ধী জনগোষ্ঠাকে সমাজের মূল স্ন্রোতধারায়  সম্পৃক্ত করায় জন্য সামাজিক সচেতনতা ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন সাধন। প্রতিবন্ধীদের জন্য উন্ন্য়ন ও কল্যাণমূলক যে সমস্ত কর্মসূচী সরকারী ও বেসরকারী পর্যায়ে বর্তমান বিদ্যামান তা  চাহিদার তুলনায় খুবই অপ্রতুল  বিধায় প্রতিবন্ধীদের সেবায় যথার্থ ও শক্তিশালী ভূমিকা রাখার জন্য সরকার জাতীয় প্রতিবন্ধী উন্ন্য়ন ফাউন্ডেশন প্রতিষ্ঠতা করার সিন্ধান্ত গ্রহন করেন । এই ফাউন্ডেশন প্রতিবন্ধী বিষয়ক যাবতীয় কার্যক্রম সমন্বয় সাধন এবং জাতীয় পর্যায়ে নীতি নির্ধারণ ও নীতি বাস্তবায়ন বিষয়ে কার্যকর ভূমিকা পালন করবে।